রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের চেয়ারে বসতে চলেছেন রুচিরা কম্বোজ। রুচিরা হলেন জাতিসংঘে ভারতের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি। বৃহস্পতিবার মাসের প্রথম দিনের নিয়ম মেনে আফ্রিকার দেশ ঘানার কাছ থেকে রাষ্ট্রপুঞ্জের সভাপতিত্বের দায়িত্ব এল ভারতের হাতে। ডিসেম্বর থেকেই সভাপতির দায়িত্ব পালন করবে ভারত।
সভাপতিত্ব হস্তান্তরের ওই কর্মসূচিতে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সন্ত্রাস দমনে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘‘গণতন্ত্রে কী করতে হয়, তা ভারতকে বোঝানোর প্রয়োজন নেই। আমাদের গণতান্ত্রিক চেতনা আড়াই হাজার বছরের পুরোনো।’’
রুচিরার দাবি, ”ভারতে গণতন্ত্রের সবকটি স্তম্ভ অটুট। আইনসভা, প্রশাসন, বিচারবিভাগ ও সংবাদমাধ্যম সবাই স্বাধীনভাবে কাজ করে। সেই সঙ্গে আমাদের একটা শক্তিশালী সামাজিক মাধ্যম আছে।”
কূটনৈতিক মহলের একাংশের মতে, ডিসেম্বরে নিরাপত্তা পরিষদের সভা পরিচালনার ভার নেওয়ার পরে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব আনার ক্ষেত্রে ভারত বাধা হতে পারে। আর সেই কারণেই রুচিরা ‘গণতান্ত্রিক পদ্ধতি’ মেনে চলার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য না হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উঠে এসেছে বহুবার। আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রেও নির্ণায়ক ভূমিকা নিয়েছে। চলতি বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে নয়াদিল্লির ‘ভারসাম্যের কূটনীতি’ আন্তর্জাতিক মঞ্চে আলোচনার অংশ হয়েছে।