রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার, তবে কি পঞ্চায়েত নিয়ে আলোচনা ? জল্পনা তুঙ্গে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
রাজ্য পঞ্চায়েত নির্বাচনের আগে এবার রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার। রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিছক সৌজন্য সাক্ষাৎ নাকি পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে আলোচনা ? জল্পনা।
নতুন বছরের শুরুতেই রাজ্য পঞ্চায়েত নির্বাচন সারতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। তবে এই প্রসঙ্গে বেঁকে বসেছে বিজেপি। ফেব্রুয়ারিতে ভোট করতে চেয়ে আচমকা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন – এই আশঙ্কায় ইতিমধ্যেই আদালতে মামলা করেছে বিজেপি। যদিও রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রাজভবন সূত্রে খবর , প্রায় ঘণ্টাখানেক নানা বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সাংবিধানিক নিয়োগকর্তা রাজ্যপাল। সেই সূত্রে কমিশনার সৌরভ দাসকে শপথ নেওয়ার পর আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। সেই সূত্রে এদিন রাজভবন সফরে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।