১০১ ঘণ্টা আটকে থাকার পর এক পরিবারের ছয়জনকে জীবিত উদ্ধার
সময় যতই পার হচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে (Turkey Syria Earthquake) ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশা। এর পরেও উদ্ধারকরীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন জীবিত উদ্ধারের। এরই মধ্যে পেরিয়ে গেছে চার দিন। তবে অলৌকিকভাবে ১০১ ঘণ্টা আটকে থাকার পর তুরস্কের একটি পরিবারের ছয়জনকে উদ্ধার করা হয়েছে।
তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে প্রায় ৪ দিনের ও বেশি সময় পার হওয়ার পর একটি ধসে পড়া ভবন থেকে ছয়জনকে উদ্ধার করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, মুরাত বেগুল নামে এক উদ্ধারকর্মী বলেছেন, ধসে পড়া ভবনের মধ্যে একটি ছোট ছোট জায়গায় একসঙ্গে থাকা পরিবারের ছয়জনের সবাই বেঁচে ছিলেন।
প্রসঙ্গত, সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় মানুষ ঘুমে থাকার সময় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
সূত্র : আলজাজিরা