বাঁকুড়া

”বিধায়ক – সাংসদ থাকা সত্বেও বাঁকুড়ায় উন্নয়ন নেই ” – বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

''বিধায়ক - সাংসদ থাকা সত্বেও বাঁকুড়ায় উন্নয়ন নেই '' - বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

বাঁকুড়ার (Bakura) জন্য কোনও উন্নয়নমূলক কাজ করেনি বিজেপি। শুক্রবার সেখানে সভা থেকে এমন অভিযোগই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও আবার সরব হলেন তিনি। বাঁকুড়ায় প্রশাসনিক সভা থেকে বিজেপিকে (BJP) নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এই জেলায় কেন উন্নয়ন হয়নি ? বাঁকুড়ার সভা থেকে এই প্রশ্ন তুলেই পদ্ম শিবিরকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শুক্রবার বাঁকুড়ায় (Bakura) সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দু’জন সাংসদ রয়েছেন। অধিকাংশ বিধায়ক তো বিজেপির। কিন্তু কী করেছে বাঁকুড়ার জন্য ? আজ পর্যন্ত উন্নয়ন হয়নি। ভোটের সময় আসে আর ভোট নিয়ে পালিয়ে যায়।’’ পাল্টা সরব হয়েছে বিজেপি (BJP)।

বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা (Niladri Sekhar Dana) বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আজ স্বীকার করতে বাধ্য হচ্ছেন বাঁকুড়া জেলায় তাঁদের ফলাফল খারাপ হয়েছে। আসলে তাঁদের দলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা আর তৃণমূলের (Trinamool Congress) উপর মানুষের ভরসা হারানোর কারণেই এমন ফলাফল হয়েছে।

মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির সাংসদ-বিধায়করা কাজ করেননি। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি খোঁজ নিয়ে দেখুন আমাদের কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না। সমস্ত কাজ আটকে দিচ্ছেন জেলাশাসক। আমার ধারণা আপনার নির্দেশেই এমনটা হচ্ছে।’’

বাঁকুড়ায় মোট ১২টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে বাঁকুড়া, শালতোড়া, ছাতনা, ওন্দা, বিষ্ণপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী— এই ৮ কেন্দ্রে বিজেপির বিধায়ক রয়েছেন। বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পদ্ম প্রতীকে নির্বাচিত হয়েছেন বিজেপির সুভাষ সরকার (Subhas Sarkar) এবং সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

দোরগোড়ায় পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার পর বছর ঘুরলেই রয়েছে লোকসভা নির্বাচন। এই আবহে ভোট দেওয়ার পরও বিজেপি উন্নয়নমূলক কাজ করেনি বলে যে অভিযোগ জানিয়ে সরব হলেন মমতা, তা উল্লেখযোগ্য। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, ‘‘ভোটের সময় বলে উজালা দেব, আর তারপর উজালা হাওয়া। শুধু জিনিসের দাম বাড়ায়।’’

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আন্দোলনের মধ্যেই শুক্রবার সেই প্রসঙ্গ তুলেছেন মমতা (Mamata Banerjee)। বলেছেন, ‘‘কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিয়েছি।’’ ডিএ না মেটালে পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এই আবহে বাঁকুড়ার (Bakura) সভায় ডিএ প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের মতো শুক্রবারও মমতা বলেছেন, ‘‘আমি জাদুকর নই। টাকা জোগাড় করতে হয়।’’

আরও পড়ুন ::

Back to top button