বর্ধমান

পল্লীকবির জন্মদিন উপলক্ষে সাহিত্য মেলা, হাজির গুনীজনেরা

দীপন চ্যাটার্জী

পল্লীকবির জন্মদিন উপলক্ষে সাহিত্য মেলা, হাজির গুনীজনেরা

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের কোগ্রামে পল্লিকবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে বসে কুমুদ সাহিত্য মেলা।বর্ধমানে কুনুর নদীর উপর কুমুদ সেতু পার হয়ে ডান দিকে গেলে কিছু দূরেই কেতুগ্রামে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মভিটে।

কুমুদরঞ্জনের আমবাগানকে বাঁয়ে রেখে ক্রমশ এগোলে দুদিকে রয়েছে অজয় নদ আর কুনুর নদী । ছোট্ট কুনুর কোগ্রামের দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে অজয়ে মিশেছে। প্রতি বছর ৩ রা মার্চ এই সাহিত্য মেলা টি বসে থাকে।এবার ‘কুমুদ সাহিত্য রত্ন’ হিসাবে সম্মানিত হন পদ্মশ্রী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, ‘বিধান রায় রত্ন’ হিসাবে সম্মানিত হন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক, ‘লোচনদাস রত্ন’ হিসাবে সম্মানিত হন লোকসংস্কৃতি গবেষক ও লেখক সুখেন্দু হীরা, ‘নজরুল ইসলাম রত্ন’ পান রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়।

এছাড়া ‘ নুরুল হোদা রত্ন ‘ ( প্রয়াত আইনজীবী মাধব কুমার বন্দ্যোপাধ্যায়),’সমীরণ চৌধুরী রত্ন’ ( সাংবাদিক সংগঠক দেবাশিস দাস), সমীর রায় রত্ন ( আইনজীবী সঞ্জয় ঘোষ), ‘বীরভূম রত্ন’ ( ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রাপ্ত তৃপ্তি বন্দ্যোপাধ্যায়), ‘রেজাউল করিম রত্ন’ ( চিকিৎসক নাসিমা খোন্দেকার), ‘ভোলানাথ ভাদুড়ী রত্ন’ ( পুলিশ অফিসার অমিতাভ সেন) , প্রমুখ সম্মানিত হন।

বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করীম, সিটি সেশন কোর্টের আইনজীবী অলোক কুমার দাস, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, চিত্রপরিচালক ও সাংবাদিক ফিরোজ হোসেন,রাজা বন্দ্যোপাধ্যায় ,বাচিক শিল্পী অন্তরা সিংহরায় দেবীকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই সাহিত্য মজলিসে প্রতিবারের মতো এবারের এসেছিলেন পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের নাতনি তথা সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাইপো রেজাউল করিম এবং কবির নাতনি তথা বাচিক শিল্পী সোনালী কাজী এসেছিলেন । এবার এসেছিলেন রাজা রামমোহন রায় এর বংশধর ও সঙ্গীতশিল্পী ডক্টর রজত মোহন রায়।

পল্লিকবির ১৪১ তম জন্মবার্ষিকী পালন হলো মহাসমারোহে। গত শুক্রবার সকাল দশটার দিকে কুমুদ সাহিত্য মেলার উদঘাটন করেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক মহাশয়। সাহিত্য মেলায় প্রধান বক্তা হিসাবে ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিত্রা। পাশাপাশি প্রধান অতিথি হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল।

আরও পড়ুন ::

Back to top button