রাজ্য

কখনও খাচ্ছেন বার্গার, আবার কখনও সুগারলেস কোল্ড কফি – ইডি’র হেফাজতে ‘জামাই আদর’ অনুব্রতর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Anubrata Mondal : কখনও খাচ্ছেন বার্গার, আবার কখনও সুগারলেস কোল্ড কফি – ইডি’র হেফাজতে ‘জামাই আদর’ অনুব্রতর - West Bengal News 24

কখনও খাচ্ছেন বার্গার , আবার কখনও সুগারলেস কোল্ড কফি। ‘জামাই আদর’ পাচ্ছেন বীরভূমের কেষ্ট। দিল্লিতে রসে-বশেই রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ইডি’র (Enforcement Directorate) হেফাজতে থাকা সত্ত্বেও তাঁর জন্য এলাহী আয়োজন।

না ! বীরভূম থেকে দিল্লিতে গিয়েও হচ্ছে না কোন অসুবিধা। ইডি’র (Enforcement Directorate) হেফাজতে দিল্লিতে রসে-বশেই রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর , দুপুরবেলায় বাঙালি খাবারেই রসনাতৃপ্ত করছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বিচারকের নির্দেশে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বসে বার্গার , সুগারলেস কোল্ড কফি।

সূত্রের খবর , সিঙ্গল বেড এসি রুমে থাকছেন অনুব্রত , রয়েছে অ্যাটাচড বাথরুম। তবে ঘরে নেই টিভি , সাথে নেই মোবাইলও। ওই ঘর লাগোয়া কেবিনে তিনজন জেরা করছেন অনুব্রতকে (Anubrata Mondal)। তবে এখানেই শেষ নয়। অনুব্রতর মধ্যাহ্নভোজেও খামতি রাখেননি ইডি (Enforcement Directorate) আধিকারিকরা। দুপুরে ভাত, ডাল, মাছের ঝোল আবার কখনও পোস্তর তরকারি। দু’বেলা ভরপেট বাঙালি খাবারও খাচ্ছেন অনুব্রত মণ্ডল।

ইডি (Enforcement Directorate) দফতরে মিষ্টি সন্দেশ খাওয়ার আবদার করেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর সেই আবদার অবশ্য রেখেছেন ইডি আধিকারিকরা। গরু পাচার মামলায় আরও তথ্যের খোঁজে অনুব্রত মণ্ডলকে দিল্লিকে নিয়ে গিয়ে জেরা ইডি’র। উল্লেখ্য , গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) একাধিক বেনামি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর , আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যের খোঁজেই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। অনুব্রতর আয়ের উৎস ঠিক কী , বারবার সে প্রশ্ন করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button