“মোহন বাগান বিশ্বসেরা হবে, খেলতে হবে ও বিশ্বজয় করতে হবে” – প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
আইএসএল (Indian Super League) জেতার জন্য মোহন বাগান ক্লাবে গিয়ে সকল খেলোয়ারদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার মোহন বাগান ক্লাবে তিনি ঘোষণা করেন, মোহন বাগানের (Mohun Bagan) উন্নতির জন্য আও ৫০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। এর আগে গত বছর মোহন বাগান ক্লাবের সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
তবে, আইএসএল জেতায় মোহন বাগানকে (Mohun Bagan) নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা গোপন রাখেননি মমতা। বরং বেশ কয়েক কদম এগিয়ে তিনি বলেন, ”মোহন বাগান আমাদের এই পথ দেখিয়েছে। সারা দেশের মধ্য আপনারা জিতেছেন। আমি চাই আপনারা আগামী দিনে বিশ্বসেরা হোন। একদিন মোহনবাগান কেন ব্রাজিলের সঙ্গে খেলবে না ? খেলতে হবে ও বিশ্বজয় করতে হবে।”
এখানেই শেষ নয়, মমতার (Mamata Banerjee) সংযোজন, ”আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই। আপনাদের মধ্য দিয়ে। আপনারা আরও ভালো খেলুন। আপনারা বাংলার ধ্রুবতারা। আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। বাংলাকে অবহেলা করলে হবে না। বাংলা জয় করতে পারে।”
মোহন বাগানের আইএসএল জয় নিয়েও এদিন নিজের স্বপ্নের কথাও জানান তিনি। বলেন, ”আমি অরূপকে (বিশ্বাস) (Aroop Biswas) বলেছিলাম, তখন ও বলেছিল আমার বুকে চাপ হচ্ছে , আমি নিতে পারব না। আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না স্বপ্নও আমি দেখি। যেদিন খেলা সেদিন ভোরবেলায় আমি স্বপ্ন দেখি মোহনবাগান জিতে গেছে। খেলার আগে তাই আমি অরূপকে এসএমএস করে জানিয়েছিলাম। বাংলা আজ ভারতসেরা। আমরা গর্বিত।”