বর্ধমান

গত ১৪ই মার্চ বর্ধমান শহরের বড়নীলপুরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডের তদন্তে নামলো ফরেনসিক দল

গত ১৪ই মার্চ বর্ধমান শহরের বড়নীলপুরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডের তদন্তে নামলো ফরেনসিক দল

কয়েকদিন আগেই চায়ের দোকানের আড়ালে চলা অবৈধডোমেস্টিক গ্যাসের কালোবাজারি গুদাম থেকে একের পর এক গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল বর্ধমান পুরসভার ১৪নম্বর ওয়ার্ডের বড়নীলপুর বাজারে। দুর্ঘটনায় এক মহিলা সহ দোকান মালিক শুকুর মল্লিক জখম হয়। এবার সেই ঘটনার তদন্তে নামলো ফরেনসিক দল।

বড়নীলপুরের অতুল স্মৃতি সংঘের এলাকায় সেই দোকানে তদন্তের জন্য উপস্থিত হয় ফরেনসিক দল। দোকানের সমস্ত রকম জিনিস খতিয়ে দেখেন ফরেন্সিক দলের আধিকারিকরা। যদিও ক্যামেরার সামনে কোন তথ্য দিতে চাননি ফরেনসিক আধিকারিকরা।

সাংবাদিকদের প্রশ্নের মুখে ডক্টর দেবাশীষ সাহা নামে এক আধিকারিক বলেন, সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, গত 14 ই মার্চ যে ভয়াবহ অগ্নি সংযোগ ঘটেছিল তারই তদন্তে আজ ফরেনসিক টিম এসেছিল। আমরা দেখলাম আধিকারিকরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখলেন।

খুব দ্রুততার সহিত সমস্ত তথ্য প্রকাশ করা হবে বলে জানালেন।

আরও পড়ুন ::

Back to top button