বর্ধমান

আসানসোলের বুকে গজিয়ে ওঠা কয়লা পাচার চক্রের হদিশ, পুলিশের জালে পাচারকারীরা

Coal Smuggling in West Bengal : আসানসোলের বুকে গজিয়ে ওঠা কয়লা পাচার চক্রের হদিশ, পুলিশের জালে পাচারকারীরা - West Bengal News 24

রমরমিয়ে চলছিল কয়লা পাচার পুলিশকে পুলিশের চোখে ধুলো দিয়ে এতদিন চম্পট দিচ্ছিল পাচারকারীরা। কিন্তু আর না এবার এলো বড়োসড়ো সাফল্য, অবৈধ কয়লা বোঝাই দুইটি ট্রাক আটক সহ গ্ৰেফতার এক চালক।

মঙ্গলবার রাতে দু’নম্বর জাতীয় সড়কের ঘটনা আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায়। সেই সময় দেবীপুর সংলগ্ন দু’নম্বর জাতীয় সড়ক থেকে দুইটি অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করে।

কার্বন এসিয়ান সেল নামক জাল চালান দেখিয়ে ত্রিপল ঢাকা অবস্থায় ট্রাকদুটি পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্তের ডুবরডিহি চেকপোস্ট সহজেই বেরিয়ে যায়। এর পর চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে ট্রাক দুটির খোঁজে তল্লাশি শুরু করে এবং শেষ পর্যন্ত দুনম্বর জাতীয় সড়কে দেবীপুর সংলগ্ন দাঁড়িয়ে থাকা অবস্থায় দুটি অবৈধ কয়লা বোঝাই ট্রাক সহ একটি ট্রাকের চালককে গ্রেফতার করে। যদিও অপর ট্রাকের চালক খালাসি পুলিশ দেখে পালিয়ে যায়। গ্রেফতার হওয়া চালকের নাম রাজু মন্ডল।

এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, চৌরাঙ্গি পুলিশ ফাঁড়ির আধিকারিক শীতল নাগ দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধে সক্রিয় পুলিশ। অবৈধ কয়লার কারবারের রাশ টানতে সক্রিয় রয়েছেন আধিকারিক নিজেও। ঘটনার আরো তদন্ত করছে পুলিশ।যত দ্রুত সম্ভব আসল রাঘব বোয়ালকে সেই তথ্য সামনে আনা হবে বলে আশ্বাস দেন তারা।

আরও পড়ুন ::

Back to top button