বেলপাহাড়ি থেকে কুড়িয়ে পাওয়া একটি সদ্যোজাত পুত্রশিশুকে শুশ্রূষার পর তুলে দেওয়া হল দত্তক হোমে।
শুক্রবার শিশুটিকে মানিকপাড়ার নিবেদিতা গ্রামীণ কর্মমন্দিরের দত্তক হোম কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাডিশনাল মেডিক্যাল সুপার ইন্দ্রনীল সরকার।
ছিলেন হাসপাতালের ডেপুটি সুপার শুভ্রদীপ মাহাতো, হাসপাতালের নবজাতক শুশ্রূষা কেন্দ্রের চিকিৎসক ডা. সুদীপ কুমার রায়।
গত ২৫ জানুয়ারি সদ্যোজাত শিশুটিকে বেলপাহাড়ির ওদলচুয়ায় রাস্তার ধারে একটি ঝোপে পাওয়া গিয়েছিল। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর শিশুটিকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অত্যন্ত কম ওজনের শিশুটি দু’মাস চিকিৎসাধীন থাকার পর এখন সুস্থ।
ডিস্ট্রিক চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে শিশুটিকে দত্তক হোমে পাঠানো হল।