Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবল

বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির নামে নামাঙ্কিত হল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং ফেসিলিটির নাম

বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির নামে নামাঙ্কিত হল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং ফেসিলিটির নাম

মেসির অপেক্ষার অবসান ঘটার সঙ্গে আর্জেন্টিনারও বিশ্বকাপের জন্য ৩৬ বছরের অপেক্ষার পালা শেষ হয়েছে কিছুদিন আগে।

বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে মেসি গ্রুপ পর্বে, দ্বিতীয় রাউন্ডে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে এবং ফাইনালে গোল করার রেকর্ড গড়েছেন।বাইশের শেষে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন লিওনেল মেসি ।

সোনালি ট্রফি হাতে তুলে জানিয়েছিলেন তিনি তৃপ্ত। বিশ্বজুড়ে বন্দিত হয়েছেন মেসি। বিশ্বকাপ জেতার পর নানা সম্মানে সম্মানিত হয়েছেন মেসি। এ বার বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে অনন্য সম্মান জানিয়েছে তাঁর দেশ।

বুয়েনস আইরেসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং ফেসিলিটির নাম আর ‘দ্য কাসা দি এজেইজা’ রইল না। এ বার থেকে বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির নামে নামাঙ্কিত হল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং ফেসিলিটির নাম।

লিওনেল মেসিও ইন্সটাগ্রামে এই সম্মানের খবর সকলের সঙ্গে তুলে ধরেছেন। বেশ কয়েকটি ছবি শেয়ার করে মেসি লিখেছেন, “আমি এখনও অবধি যে স্বীকৃতি পেয়েছি, তার মধ্যে এই প্রাপ্তিটা চমৎকার। এক কথায় এটা একটা মহান সম্মান, অনেক ধন্যবাদ!!!”

নিজের নামের ফলক উন্মোচন করার পর মেসি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এই সম্মানটা খুবই স্পেশাল। আমি যখন জানতে পারি আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পের নাম হতে চলেছে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প। তখন ভীষণ খুশি হয়েছিলাম।’

আরও পড়ুন ::

Back to top button