Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বর্ধমান

স্টেশনেই মিলবে চিকিৎসা ব্যবস্থা; নয়া উদ্যোগ ভারতীয় রেলের

স্টেশনেই মিলবে চিকিৎসা ব্যবস্থা; নয়া উদ্যোগ ভারতীয় রেলের

ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম। প্রতিদিন ১ কোটি ৮০ লক্ষেরও বেশি যাত্রী এবং ২০ লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে।

ভারতীয় রেলের উপর আট থেকে আশি সকলেই নির্ভর করেন। কিন্তু যাত্রা চলাকালীন অনেক সময় অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। হাতের কাছে কোথায় চিকিৎসা কেন্দ্ৰ, কোথায় চিকিৎসক এসব খুঁজে পেতে দিশেহারা হয়ে যান অসুস্থ মানুষের পরিজনরা।

সেই সমস্যার সমাধান করতে অভিনব উদ্যোগ নিয়েছে রেল। এবার থেকে স্টেশনেই মিলবে চিকিৎসা কেন্দ্র। থাকবে ডায়াগনস্টিক ও অ্যাম্বুলেন্স পরিষেবা। জানা গিয়েছে, পূর্ব রেল পিপিপি মডেলে ২৮৮ টি রেল স্টেশনে চিকিৎসা কেন্দ্র খুলবে।

চিকিৎসা মিলবে বর্ধমান, আসানসোল বোলপুরের মতো ১৬টি গুরুত্বপূর্ণ স্টেশনে। ২৪ ঘন্টা থাকবে ফার্মেসী, ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্স পরিষেবা। চলতি বছরের শেষের দিকেই নতুন পরিষেবা পেতে পারেন রেল যাত্রীরা।

আরও পড়ুন ::

Back to top button