বর্ধমান

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটিতে বড়ো চমক, জায়গা পেলেন প্রাক্তন এমপি মমতাজ সংঘমিতা থেকে জামালপুরের প্রাক্তন ব্লক সভাপতি শ্রীমন্ত রায়

দীপন চ্যাটার্জী

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটিতে বড়ো চমক, জায়গা পেলেন প্রাক্তন এমপি মমতাজ সংঘমিতা থেকে জামালপুরের প্রাক্তন ব্লক সভাপতি শ্রীমন্ত রায়

রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষিত হয়েছে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি, চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন মাননীয় অশোক বিশ্বাস মহাশয় এবং সভাপতি পদে নিযুক্ত হয়েছেন কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

তৃণমূল সূত্রে খবর স্বচ্ছ ভাবমূর্তি এবং ভালো কাজ করার মানসিকতা আছে এমন ব্যক্তিদের এই কমিটিতে রাখা হয়েছে।এই কমিটিতে জায়গা করে নিয়েছেন কিছু ব্লকের প্রাক্তন সভাপতি, কিছু প্রাক্তন বিধায়ক।

একনজরে দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটিতে কারা কারা জায়গা করে নিলেন – ভাইস প্রেসিডেন্ট : মমতা সংঘমিতা (এক্স এমপি), সুভাষ মন্ডল(এক্স এমএলএ), নার্গিস বেগম( এক্স এম এল এ), বনমালী হাজরা( এক্স এমএলএ), মোহাম্মদ ইসমাইল সেখ( মেমারি ২), অসিত চ্যাটার্জী (মন্তেশ্বর), প্রবীর সাহা (কাটোয়া ২), জিন্নাত আলী (মন্তেশ্বর), জাকির হোসেন (গলসি ২), অরবিন্দ ভট্টাচার্য্য (জামালপুর), শেখ আশরাফ আলী (কাটোয়া ১), মিহির হাজরা(বর্ধমান ১), উজ্জ্বল মুখার্জি (কানলা ১), শৈলেন সাঁই (রায়না ১), মোহাম্মদ জাহাঙ্গীর (মেমারী টাউন), কৃষ্ণা নাহা (বর্ধমান), নব হাজরা (গলসি ২), গৌরীশংকর ভট্টাচার্য্য( বর্ধমান টাউন), আব্দুল হাকিম (মেমারী ১), সুশান্ত ঘোষ (বর্ধমান টাউন), সিদ্ধার্ত সামন্ত (বর্ধমান টাউন), বিকাশ মণ্ডল (বর্ধমান টাউন), সমিক চক্রবর্তী (বর্ধমান টাউন), দীনবন্ধু পাল (মেমারি ২), মল্লিকা চন্দ্রা (গুসকরা টাউন)

সেক্রেটারী জায়গা করে নিয়েছেন :পরেশ চক্রবর্ত্তী (ভাতার), অনুপ কুমার কোনার (মেমারি-১ ), শায়েদ কলিমউদ্দিন (বাপ্পা)(রায়না-২), সুভাষ চন্দ্র কোয়েল (জামালপুর), আনসারআলীখান(রায়না-২), তাপস বাগচী(পূর্বস্থলী-২), অভিজিৎ সোম (বর্ধমান-১),
জহর বাগদি(ভাতার), লুৎফর রহমান মিঞা(খন্ডঘোষ), মীর লিয়াকত আলী (আউশগ্রাম-২), সাইলেন হালদার (বিল্টু) (গলসি-11),তপন পোড়েল (কালনা টাউন), মোঃ ইসমাইল (সান্তা)(রায়না-১),এসকে এনামুল হক (মঙ্গলকোট), শ্রীমন্ত রায়(জামালপুর),মহিবুল্লা শেখ (কালনা), পরিতোষ চক্রবর্তী (বর্ধমান টাউন), কামারুল জামাল (বর্ধমান টাউন), মোঃ আলী(বর্ধমান টাউন), কৈলাস পাসোয়ান(বর্ধমান টাউন),মোল্লা লিয়াকত হোসেন(বর্ধমান টাউন), মহন্দ্র সিং সালুজা(বর্ধমান টাউন), দিগন্ত কুমার পাল(কাটোয়া)।

আরও পড়ুন ::

Back to top button