মিলছেনা বেতন, বিক্ষোভ সাফাই কর্মীদের
বেতন না মেলায় দুর্গাপুর পুরনিগমে সাফাই কর্মীদের বিক্ষোভ। পুরনিগম দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাফাই কর্মীরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরনিগম চত্বরে। ঠিকাদার সংস্থা বদল করার পরেই কর্মীদের বেতন হচ্ছে না বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ঠিকাদার সংস্থা।
বেতনের দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভের জেরে শহর জুড়ে স্তব্ধ হয়ে গেল সাফাই পরিষেবা। পুরসভার গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার ঘটনা।
সাফাইকর্মীরা জানান, কয়েক মাস ধরে সময়ে বেতন মিলছে না। আগে মাসের ১০ তারিখের আগে বেতন পেতেন তাঁরা। গত মাসে বেতন না পেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তারপরে ২৫-২৬ তারিখে বেতন পান তাঁরা। এ’মাসের ১৪ তারিখ হলেও বেতন মেলেনি এখনও। সাফাই কর্মী হিসেবে তারা নিযুক্ত থাকলেও, তাদের নির্মল বাংলা প্রকল্পে ডোর টু ডোর কালেকশন করতে বলা হচ্ছে। ফলে তাদের এই কাজ করতে গিয়ে বাড়তি চাপ নিতে হচ্ছে। অথচ নির্মল বাংলা প্রকল্পের কাজ করার জন্য তারা বাড়তি কোন সুবিধা পাচ্ছেন না।
তাছাড়া সমস্যা রয়েছে ইএসআই নিয়েও। এক সাফাইকর্মীর সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে। তাছাড়া পিএফও দেওয়া হয় না। তাই শুক্রবার পরিষেবা বন্ধ রেখে পুরসভার সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা।
সাফাই কর্মীদের তরফে বিশাল সামন্ত বলেন,আমাদের আগের ঠিকাদার সঠিক সময়ে পেইমেন্ট দিয়ে দিত। কিন্তু এই ঠিকাদার সংস্থা আমাদেরকে ঘুরিয়ে যাচ্ছে। খালি বলছে, এই কাগজ নিয়ে এস, ওটা নিয়ে এস। যাঁরা কাজ করছেন পরিবারে অশান্তি হচ্ছে, সংসার চালাতে অসুবিধায় পড়তে হচ্ছে। এগুলো তো একটু বোঝা উচিত।”