পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই শুরু দেওয়াল লিখন
পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নির্বাচনের জন্য সময় নষ্ট করতে চাইছে না যুযুধান দুই রাজনৈতিক দল। তাই নাম না লিখে তৃণমূল কংগ্রেস–বিজেপি শুরু করে দিয়েছে দেওয়াল লিখন৷ নিজেদের দলীয় চিহ্ন–সহ স্লোগান লিখে দেওয়াল দখল করা শুরু করে দিয়েছে দুই দলের কর্মীরা।
একদিকে তপ্ত আবহাওয়া। অন্যদিকে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পালে হওয়া বাড়ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, খুব শীঘ্রই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। ইতি মধ্যেই নির্বাচন কমিশন প্রত্যেক জেলার জেলা শাসকদের নিয়ে একটি বৈঠকের দিন স্থির করেছে। তবে এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি।
তবে দিন ঘোষণা না হলেও, শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের মদনপুর পঞ্চায়েতে দেখা গেল তৃণমূলের হয়ে দেওয়াল লিখন। যদিও সেখানে শুধুই থাকছে ঘাসফুল প্রতীক। প্রার্থীর নামের জায়গাটা রেখে দেওয়া হচ্ছে ফাঁকা।
রাজনৈতিক দলগুলির তৎপরতা দেখে খুব স্পষ্ট একদম সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। শুধুমাত্র দিন ঘোষণা হওয়ার অপেক্ষা। তারপরে আরও জোর কদমে ভোটের ময়দানে নামতে পারবে সমস্ত দলগুলি। ঘোষণা করা হবে প্রার্থীদের নাম। তবে দিন ঘোষণা না হলেও প্রচারের কাজ কিছুটা আগেভাগে সেরে রাখতে অন্ডালের মদনপুর পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকরা উদ্যোগ নিয়েছেন।
এই গরম আবহাওয়ার মধ্যে ভোটের হাওয়া আর গরম করে তুলতে, শুরু করে দিয়েছেন দেওয়াল লিখন। মদনপুর পঞ্চায়েতের ২৫ আসন রয়েছে। সব জায়গাতেই তৃণমূলের প্রতীক দেওয়ালে আঁকার কাজ চলছে জোর কদমে। প্রার্থীদের নাম ঘোষণা করা হলে, শুধু সেই নাম লিখে দেওয়ার অপেক্ষা। প্রচারের কাজ কিছুটা আগেভাগে সেরে রাখতে এই সিদ্ধান্ত।
এই বিষয়ে মদনপুর পঞ্চায়েতের এক তৃণমূল কর্মী জানিয়েছেন, কিছুদিন পরেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। যেহেতু পঞ্চায়েত নির্বাচন একদম স্থানীয় এলাকা ভিত্তিক, সেজন্য আগে থেকেই তারা কাজ শুরু করে দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন জায়গায় দেওয়ালের উপর তৃণমূলের ঘাসফুল প্রতি এঁকে রাখা হচ্ছে। ফাঁকা থাকছে প্রার্থীদের নাম। দলের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হলে, তারপর তাদের নাম লেখা হবে।
কিন্তু এই কাজ আগে থেকে কিছুটা করে রাখতে পারলে, প্রচারের সময় আরও একটু বেশি পাওয়া যাবে। সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন, মদনপুর পঞ্চায়েতের ২৫ আসনেই জয়লাভ করতে পারবে ঘাসফুল শিবির।