বীরভূম

ভোট চাইতে এলে লাঠি ঝাঁটা দিয়ে তাড়ান, সভা থেকে বললেন কাজল সেখ

ভোট চাইতে এলে লাঠি ঝাঁটা দিয়ে তাড়ান, সভা থেকে বললেন কাজল সেখ

কিছু মাস আগেই বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে এসেছেন কাজল শেখ। জেলার রাজনৈতিকমহলে কান পাতলে শোনা যায়, এ জেলার কেষ্ট-কাজলের অম্লমধুর সম্পর্কের কথা। নানুরে কাজল শেখের দাপট সর্বজনবিদিত। এদিকে এই নানুরেরই আরেক নেতা গদাধর হাজরা। বলা হয়, তিনি নাকি ‘কেষ্টপ্রসাদ’ ধন্য। জেলার লোকেরা বলেন, এ নিয়েই কাজল-গদাধরের টক্কর। পরোক্ষভাবে সে টক্কর অনুব্রত-কাজলের মধ্যেও। অনুব্রত মণ্ডল যেদিন গ্রেফতার হলেন, এর পর পরই কাজল শেখ ফেসবুকে লিখেছিলেন, ‘চেহারা, দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না।

এবার আবার শিরোনামে সেই কাজল সেখ। লাঠি ঝাঁটা নিয়ে বিরোধীদের তাড়ানোর নিদান দিলেন বীরভূমের তৃণমূল নেতা তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ।

গত ১২ তারিখে লাভপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সভা করেছিলেন লাভপুর থানার আইসি সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তারই পাল্টা সভা করল লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেস।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ বলেন, এখানে কোন বিরোধী দল নেই। কংগ্রেস, বিজেপি, সিপিএম নেই। এরা আবার যদি গর্জে ওঠে লাঠি, ঝাঁটা দিয়ে তাড়ান। আমরা থাকবো। যেভাবে হার্মাদ তাড়িয়েছি।

কাজল শেখের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা।

আরও পড়ুন ::

Back to top button