বলিউডের মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছেন শুভমান গিল
এবার বলিউডের মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছেন শুভমান গিল। স্পাইডার ম্যানের ভারতীয় অবতার পবিত্র প্রভাকরের ছবিতে ভয়েসওভার দেবেন শুভমান গিল। ইতিমধ্যেই একটি প্রোমো ভিডিও সামনে এসেছে, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে ভারতীয় সিনে মহলে।
বাংলা-সহ মোট ১০টি ভাষায় মুক্তি পেতে চলেছে ভারতীয় স্পাইডারম্যানের ছবি ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। এরমধ্যে হিন্দি ও পাঞ্জাবী ভাষায় ভিও আর্টিস্ট হিসাবে কাজ করবেন গুজরাত দলের তারকা ক্রিকেটার। এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শুভমন।
তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি স্পাইডারম্যানের বিশাল ভক্ত। সুপার হিরোদের মধ্যে বরাবর স্পাইডারম্যানকেই আমার পছন্দ ছিল। এই প্রথমবার দর্শকরা ভারতীয় স্পাইডারম্যানকে পর্দায় দেখতে পাবেন। সেখানে পবিত্র প্রভাকরের চরিত্রে ভয়েসওভার দিতে পেরে নিজেকে সুপার হিরো বলেই মনে হচ্ছে।”
শুভমান এবং সারা ডেট করছেন এমনটা বহুদিন ধরেই শোনা যাচ্ছে। তাদেরকে একবার একটি রেস্টুরেন্টে একসঙ্গে খাবার খেতেও দেখা গিয়েছে। যদিও এই সম্পর্ক নিয়ে কখনোই উচ্চবাচ্য করেননি কেউই। কিন্তু সকলে ধরেই নিয়েছেন যে দুই সেলিব্রেটির বর্তমানে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
সম্প্রতি সারা আলি খানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইপিএলে তাঁর পছন্দের দল কোনটা? অনেকেই মনে করেছিলেন যে সারা হয়ত গুজরাট টাইটান্সের কথাই বলবেন। কারণ এই দলের হয়েই তো শুভমান গিল খেলেন! কিন্তু, সেটা তিনি একেবারেই বললেন না। কিন্তু বলিউড অভিনেত্রীর মুখে শুনতে পাওয়া গেল মুম্বই ইন্ডিয়ান্সের নাম।