শিক্ষা

তীব্র গরমে বাড়ল রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুল – নবান্ন থেকে জরুরী ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

তীব্র গরমে বাড়ল রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুল - নবান্ন থেকে জরুরী ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

পূর্ব সিদ্ধান্ত অনুসারে খুলছে না রাজ্যের স্কুল গুলি। তীব্র গরমের জন্য আগামী ১৪ই জুন পর্যন্ত বাড়ল রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলের গরমের ছুটি। নবান্ন থেকে এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ফের নতুন করে রাজ্য তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেই কারণেই গরমের ছুটি (Summar বাড়ানো হল৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আবহাওয়া দফতর থেকে আমাদের জানানো হয়েছে এখন গরম থাকবে৷ তাই বাচ্চাদের কথা ভেবেই আগামী ১৫ জুন থেকে সরকারি- বেসরকারি স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’ গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি আগামী ৫ জুন খুলবে৷

৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুলগুলি৷ সেই সিদ্ধান্তই বদল করলেন মুখ্যমন্ত্রী৷ গত ২ মে থেকে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল৷ গরম কিছুটা কমার পর আগামী সপ্তাহে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়৷ নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গরমের ছুটি শেষে ১৫ জুন থেকে সরকারি- বেসরকারি স্কুল খুলবে৷

আরও পড়ুন ::

Back to top button