লক্ষ্য বিরোধী ঐক্য, মহাজোট শক্তিশালী করতে পাটনায় মমতা-অভিষেক, বৈঠক লালু-নীতিশের সাথে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
প্রথমে লালু, তারপরে নীতীশ কুমার। এদিন সন্ধ্যায় পটনায় জেলা সার্কিট হাউজে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দীর্ঘ ১৫ মিনিট ধরে বৈঠক করেন তাঁরা। সেই বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। প্রসঙ্গত, বিরোধী দলগুলির মেগা বৈঠকে যোগ দিতে এদিন পাটনায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের (Neetish Kumar) উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রথমে এই বৈঠকের দিন ধার্য হয়েছিল ১২ জুন। কিন্তু সে সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি থাকতে পারবেন না বলে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত বিরোধী দলগুলির আলোচনায় ১২ জুনের বদলে আগামিকাল ২৩ জুন বৈঠকের দিন স্থির করা হয়েছে।
পাটনায় পৌঁছে লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী। লালু প্রসাদের পরিবারের হাতে বাংলার তরফ থেকে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। বদলে বাংলার মুখ্যমন্ত্রীর হাতেও মধুবনী শিল্পের বিশেষ উপহার দেন লালু প্রসাদের পরিবার।
এদিন তেজস্বী যাদব বলেন, আপনি পাটনা আসায় জোটের বৈঠক সাফল্য পেল। মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আপনার শরীর কেমন আছে ? আমি সকলের জন্য উপহার এনেছি। বাংলার মিষ্টিও এনেছি।” তখন রাবড়ি দেবী জানান, “মধুবনী শিল্প বিখ্যাত। এটা আপনার জন্য।”