অধ্যাপনা করা আপনার স্বপ্ন ? তবে আপনার জন্য রয়েছে সুখবর। এবার চাকরির সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। মোট ৩০৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক পদে কর্মী নিয়োগ করা হবে।
- অধ্যাপক- মোট ৮৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
- সহযোগী অধ্যাপক- মোট ১৩৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
- সহকারী অধ্যাপক- মোট ৮৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে এই শূন্যপদে যারা আবেদন করতে আগ্রহী, তাদের অনলাইনে আবেদন পাঠাতে হবে। এরজন্য বেনারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের অফিসিয়াল ওয়েবসাইট bhu.ac.in– এ গিয়ে আবেদন পাঠাতে হবে।
ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ জুলাই। এই শূন্যপদে আবেদনের জন্য ১০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এই আবেদন ফি অ-ফেরতযোগ্য। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম, মহিলা ও রূপান্তরিত আবেদনকারীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।