রাজ্য সরকার পোষিত স্কুলের দেওয়ালে বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচার! এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের শিলদা এলাকায়। শিলদা রাধাচরণ বিদ্যামন্দিরের (উচ্চ মাধ্যমিক) দেওয়ালে শিলদা গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর আসনের বিজেপি প্রার্থী পার্থসারথি হালদারের নির্বাচনী দেওয়াল লিখন করা হয়েছে।
অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ওই দেওয়াল লিখন করা হয়েছে। ওই স্কুলটি আবার স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্র। ফলে ভোটগ্রহণ কেন্দ্রের দেওয়ালে এমন নির্বাচনী দেওয়াল লিখন নির্বাচনী বিধিভঙ্গের সামিল বলে অভিযোগ করছে তৃণমূল।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম লাহা বলেন, কি লেখা হয়েছে আমি দেখিনি। আমার কাছে এ ব্যাপারে কেউ অনুমতি নেয়নি। বিজেপি প্রার্থী পার্থসারথি হালদার বেলপাহাড়ির মুড়ানশোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পার্থসারথি বলছেন, আমাকে বদনাম করার জন্য তৃণমূলের লোকজনই স্কুলের দেওয়াল আমার নামে দেওয়াল লিখন করেছে।
জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাতো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষত, ভোটগ্রহণ কেন্দ্রে এভাবে নির্বাচনী দেওয়াল লিখন করা যায় না। নিজের দোষ ঢাকতে বিজেপি প্রার্থী এখন তৃণমূলের উপর দায় চাপাচ্ছেন।
নির্বাচনের জন্য শিলদার ওই স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ফলে স্কুলের ওই দেওয়াল লিখন মোছা হয় কি-না সেদিকেই লক্ষ্য রাখছেন শিলদাবাসী।