মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) ও হাবিলদার পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। এই সব শূন্যপদে নিয়োগের জন্য ইতিমধ্যেই আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে।
স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আগামী ২১ জুলাই অবধি চলবে আবেদন প্রক্রিয়া। মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) পদে ১১৯৮টি শূন্যপদ রয়েছে। ৩৬০টি হাবিলদার পদ রয়েছে।
এসএসসি-র ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই সব পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটিগরির আবেদনপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তফশিলি জাতি ও উপজাতির অন্তর্ভুক্তরা ৫ বছরের ছাড় পাবেন। এই সব পদে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা।
৩০ জুন থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া ২১ জুলাই অবধি অনলাইনে আবেদন করা যাবে ২২ জুলাই আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন কম্পিউটার বেসড পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে।