তৃণমূল প্রার্থীর শ্বশুর ও কাকা শ্বশুরকে মারধর করে জখম করার অভিযোগে ধৃত নির্দল কুড়মি প্রার্থী
স্বপ্নীল মজুমদার
তৃণমূল প্রার্থীর শ্বশুর ও কাকা শ্বশুরকে বেধড়ক মারধরের অভিযোগে কুড়মি সমাজের এক নির্দল প্রার্থীকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ।
ধৃত যামিনী মাহাতো ঝাড়গ্রাম ব্লকের শালবনি গ্রাম পঞ্চায়েতের লাউড়িয়াদাম বুথের নির্দল কুড়মি প্রার্থী। অভিযোগ, সোমবার বিকেলে লাউড়িয়াদাম সংলগ্ন গোবিন্দপুর এলাকায় অজিত মাহাতো ও তাঁর সম্পর্কিত ভাই নরসিংহ মাহাতোকে বেধড়ক মারধর করা হয়।
যামিনীর নেতৃত্বে ওই হামলা হয় বলে অভিযোগ। ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির লোধাশুলি অঞ্চলের একটি আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় মাহাতো। জ্যেতির্ময়ের শ্বশুর হলেন অজিত ও কাকা শ্বশুর হলেন নরসিংহ। দু’জনেই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। রবিবার গোবিন্দপুর গ্রামে লাউড়িয়াদাম সংসদের তৃণমূল প্রার্থী কমলিনী মাহাতোর সমর্থনে বাড়ি-বাড়ি প্রচার করেছিল তৃণমূল। ওই প্রচার কর্মসূচিতে অজিত ও নরসিংহ ছিলেন।
জ্যোতির্ময়ের অভিযোগ, তৃণমূলের কর্মসূচিতে থাকার কারণেই তাঁর শ্বশুর ও কাকা শ্বশুরকে সোমবার মোটা লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।
গুরুতর জখম অজিত ও নরসিংহ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জ্যোতির্ময়ের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই নির্দল প্রার্থী যামিনী মাহাতোকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে।
যামিনীকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাকে চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
এদিন প্রিজন ভ্যানে বসে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে যামিনী বলেন, রবিবার গ্রামে তৃণমূলের পতাকা লাগানো নিয়ে বচসা হয়েছিল। তাই নিয়ে সোমবার মারামারি হয়। আমি কোনও ভাবেই যুক্ত নই। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।