বসে নয়, পঞ্চায়েতের ২৪ ঘণ্টা আগেও গ্রাউন্ড জিরোতে রাজ্যপাল বোস, গন্তব্য মুর্শিদাবাদ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এক দফার সেই ভোট ঘিরে বাংলার রাজনীতির পারদ তুঙ্গে। সেই ভোটের ঠিক একদিন আগে ফের জেলা সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। শুক্রবার সাত সকালেই রওনা হয়েছেন তিনি।
সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদে গিয়ে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলবেন তিনি। কলকাতা স্টেশন থেকে সকাল ৬ টা ৫০-এর হাজারদুয়ারি এক্সপ্রেসে চেপে রওনা হয়েছে রাজ্যপাল। তাঁর এই সফরকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল (Trinamool Congress)। রাজ্যপাল বারবার বলেছেন গ্রাউন্ড জিরোয় গিয়ে আসল ঘটনা খতিয়ে দেখতে চান তিনি।
মুর্শিদাবাদ জেলা থেকে বোমাবাজি, খুন সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। সে সব বিষয়ে স্থানীয় মানুষের সঙ্গে তিনি কথা বলবেন বলেই জানা যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে যে হিংসার অভিযোগ সামনে এসেছে, তা খতিয়ে দেখতেই একাধিক জেলায় গিয়েছেন রাজ্যপাল। আক্রান্ত পরিবারের সঙ্গে কথাও বলেছেন বোস। কোচবিহার, ক্যানিং, বাসন্তী থেকে ফিরে সে সব রিপোর্ট নথিবদ্ধ করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছেন তিনি।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এ বিষয়ে রাজ্যপালকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “রাজ্যপাল রীতি বিরোধী ও নীতি বিরোধী কাজ করছেন।” বৃহস্পতিবার যখন রাজনৈতিক প্রচার শেষ হয়ে যাচ্ছে, তখন রাজ্যপাল শুক্রবার কেন মুর্শিদাবাদ যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল। ‘ওঁকে দড়ি বেঁধে রাখা উচিত’ বলেও মন্তব্য করেছেন কুণাল (Kunal Ghosh)।