কোরিয়ায় হঠাৎ নুন কেনার হিড়িক! হটাৎ কেন নুন কিনতে চাইছেন সাধারণ মানুষ?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
শেষ কয়েকদিন ধরে হঠাৎ নুন কেনার হিড়িক পড়েছে কোরিয়ায়৷ কিন্তু কেন হঠাৎ নুন কিনতে চাইছেন সাধারণ মানুষ৷ শোনা যাচ্ছে কোরিয়ায় যদি কারওর পাঁচ কেজি নুন কেনার ক্ষমতা থাকে, তা হলে তিনি কিনছেন তার থেকে ৫-১০ গুণ বেশি৷ কেন সেই ঘটনা ঘটছে জানেন, এর কারণ জাপান৷ জাপানের তরফ থেকে বলা হয়েছে, কয়েকশো মিলিয়ন টন রেডিও অ্যাক্টিভ বর্জ্য ফুকুশিমার বর্জ্য জল সাগরে ফেলার কথা জানিয়েছে৷ সেই কারণেই শুরু হয়েছে আতঙ্ক৷
প্রতিবেশী দেশগুলি জাপানের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে৷ ইতিমধ্যে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে চিন৷ বলা হয়েছে, এর ফলে সামুদ্রিক জলবায়ু খারাপ হতে পারে৷
সমুদ্র প্রাণের উপরেও এর প্রভাব পড়তে পারে৷ তবে জাপানের সরকার বলেছে, জলের কোনও সমস্যা হবে না৷ সব দিকে খেয়াল রেখেই এই জলের শুদ্ধতার দিকে খেয়াল রাখা হয়েছে৷
জাপানের বিজ্ঞানীরা বলেছেন, জলে খুব কম পরিমাণে ট্রিটিয়াম আছে, তাতে বিশেষ কোনও অসুবিধা হবে না৷ দক্ষিণ কোরিয়ার মানুষেরা বিপুল পরিমাণে নুন কিনে রাখছেন৷ সমুদ্রের জলে তেজস্ক্রিয় বর্জ্যের প্রভাবে যাতে দূষিত নুন যাতে খেতে না হয়৷
সেই কারণেই কাতারে-কাতারে মানুষ নুন কিনছেন৷ কিনে বাড়িতে রেখে দিচ্ছেন৷ সেই কারণেই নুনের দাম বেড়েছে অনেকটা৷