রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সনের পদ পেলেন বিরবাহা সরেন টুডু।
সদ্য ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৬ নম্বর আসনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন তিনি।
তারপরই এমন গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু ২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন। মাত্র দশ হাজার ভোটে তিনি সেবার হেরে যান।
এবার পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিরবাহা সরেন টুডু।
বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল, তিনিই ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি হতে চলেছেন। তার মাঝে তাঁর নতুন পদপ্রাপ্তিতে জল্পনা শুরু হয়েছে।
বিরবাহা সরেন টুডু বলেন, ‘‘নতুন পদ পাওয়ার ব্যাপারে আমার কাছে কোনও খবর নেই।’’