ঝাড়গ্রাম

রাস্তার গর্তে জল জমে যেন ডোবা, ক্ষোভ ঝাড়গ্রাম শহরবাসীর

স্বপ্নীল মজুমদার

রাস্তার গর্তে জল জমে যেন ডোবা, ক্ষোভ ঝাড়গ্রাম শহরবাসীর

পিচরাস্তার মাঝে তৈরি হয়েছে ডোবা ! শুনতে অবাক লাগলেও ঝাড়গ্রাম শহরের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তায় এমনই পরিস্থিতি।

ওই ওয়ার্ডের গাইঘাটা এলাকায় বীরসিংহ ক্লাবের সমানের পিচ রাস্তার প্রকাণ্ড গর্তে বৃষ্টির জল জমে ডোবার চেহারা নিয়েছে। রাত বিরেতে গর্তে পড়ে জখম হচ্ছেন পথাচারী থেকে বাইক ও সাইকেলের আরোহী। শুক্রবার একটি ট্রাক্টর যাওয়ার সময় গর্তে ঢুকে গিয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভা রাস্তা সংস্কার করছে না। ঘটনা হল, তৃণমূলের ক্ষমতাসীন ঝাড়গ্রাম পুরসভার পৌরপ্রধান কবিতা ঘোষের পাশে নেই তাঁর দলের অধিকাংশ কাউন্সিলর।

যে কারণে পৌরবোর্ডের সভা ডেকে কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বিরোধীদের অভিযোগ, শহরের সব রাস্তারই এমন বেহাল অবস্থা।

রাস্তার গর্তে জল জমে যেন ডোবা, ক্ষোভ ঝাড়গ্রাম শহরবাসীর

৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিউলি সিংহও পৌরভবনে যাওয়া বহুদিন বন্ধ করে দিয়েছেন। দলের কাউন্সিলরদের পৌরপ্রধান গুরুত্ব দেন না বলে অভিযোগ।

পৌরপ্রধান কবিতা ঘোষ বলেন, শহরের রাস্তাগুলি সংস্কারের জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া চলছে। সেটা না হলে গর্ত বোজানোর ব্যবস্থা করবে পৌরসভা।

আরও পড়ুন ::

Back to top button