ঝাড়গ্রাম

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় জমির রেকর্ডে নাম সংশোধন, কৃষকবন্ধু প্রকল্পে আবেদনের সুযোগ পেলেন আদিবাসী চাষি

স্বপ্নীল মজুমদার

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় জমির রেকর্ডে নাম সংশোধন, কৃষকবন্ধু প্রকল্পে আবেদনের সুযোগ পেলেন আদিবাসী চাষি

জমির রেকর্ডে নাম বিভ্রাটের কারণে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে আবেদন করতে পারছিলেন না ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার লোহাটিকরি গ্রামের ধনঞ্জয় সিং।

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁর জমির রেকর্ড সংশোধন করা হল। এর ফলে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের ধনঞ্জয় কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সুযোগ পেলেন।

বেলিয়াবেড়া ব্লকের পার্শ্ব আইনি সহায়ক রীতা দাস দত্ত জানান, জমির রেকর্ডে ধনঞ্জয়ের নাম ধনারাম সিং হয়ে গিয়েছিল। এর ফলে তিনি রাজ্য ও কেন্দ্রের কৃষি সংক্রান্ত সামাজিক প্রকল্পগুলিতে আবেদন করতে পারছিলেন না।

কারণ, ওই প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ডের নথি জমা দিতে হয়। সম্প্রতি রীতা তপসিয়া অঞ্চলের লোহাটিকরি গ্রামে সমীক্ষার কাজ করতে গিয়ে ধনঞ্জয়ের সমস্যার কথা জানতে পারেন। সমস্যা মেটানোর জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন ধনঞ্জয়।

ধনঞ্জয় সিং বলেন, সমস্যার কথা জানানোর পরই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রতিনিধিরা ভূমি দফতরের সঙ্গে যোগাযোগ করে জমির রেকর্ডে আমার নাম সংশোধন করে দেন।

তাঁরাই ‘কৃষক বন্ধু’ প্রকল্পে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button