রেলের ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ভবঘুরে ব্যক্তির। শনিবার সকালে ঝাড়গ্রামের সরডিহা স্টেশনে ঘটনাটি ঘটেছে। রেল সূত্রে জানা গিয়েছে, একটি কয়লা বোঝাই মালগাড়ি আপ লাইনে দাঁড়িয়ে থাকার সময়ে বছর চল্লিশের ওই ভবঘুরে ব্যক্তিটিকে একটি ওয়াগনের উপর দেখা যায়।
মুহূর্তে ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ব্যক্তি। দেহটি ঝলসে কালো হয়ে যায়। পুলিশের সাহায্যে রেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে উদ্ধার করে মানিকপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃত্যু হয়।
কিন্তু ওই ব্যক্তির ময়নাতদন্ত কারা করাবে তা নিয়ে শুরু হয় চাপানউতোর। জানা গিয়েছে, রেল পুলিশ ময়নাতদন্ত করানোর দায়িত্ব নিতে অস্বীকার করে। রেল পুলিশের যুক্তি, মৃত্যু হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে। তাই ময়নাতদন্ত স্থানীয় বিট হাউসের পুলিশ করবে।
শেষ পর্যন্ত মানিকপাড়া বিট হাউসের পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম পুলিশ মর্গে পাঠায়। তবে ওই ভবঘুরের পরিচয় সম্পর্কে পুলিশ এখনও অন্ধকারে।