বিজেপি সাংসদের বাড়ির কাছেই কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
স্বপ্নীল মজুমদার
ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমের বাড়ির কয়েক পা দূরে তৃণমূলের বিক্ষোভ সভা ও অবস্থান কর্মসূচি হল। ২১ শে জুলাইয়ের শহিদ স্মরণ সমাবেশ থেকে বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় কারও বাড়ি ঘেরাও করা যাবে না।
এরপরই সিদ্ধান্ত বদল করে ৬ আগস্ট বিভিন্ন এলাকায় কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেয় তৃণমূল। এদিন ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের কন্যাডোবা গ্রামে সাংসদ কুনার হেমব্রমের বাড়ির কাছেই মাইতি মোড় এলাকায় রাধানগর অঞ্চল তৃণমূলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়।
যদিও রাধানগর অঞ্চল তৃণমূলের সভাপতি বিদ্যুৎ ঘোষ জানিয়েছেন, সাংসদের বাড়ি ঘেরাও করা হয়নি। সাংসদের বাড়ি থেকে মাইতি মোড় দু’শো মিটার দূরে। সেখানেই কর্মসূচি হয়েছে। বিজেপি অবশ্য তৃণমূলের এই কর্মসূচি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলের জেলা সহ সভাপতি দেবাশিস কুণ্ডু বলেন, তৃণমূল কোনও আইন মানে না। আইনকে ওরা সম্মানও করে না। ওদের কর্মসূচিতে লোকও হয়নি। ওই কর্মসূচির কোনও গুরুত্ব নেই।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক অজিত মাহাতো বলেন, পঞ্চায়েত ভোটে প্রমাণ হয়ে গিয়েছে বিজেপির অস্তিত্ব বিলোপ হয়েছে এই জেলায়। বিজেপির সঙ্গে কেউ নেই। এদিন ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথা মোড়ে শহর তৃণমূলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, জেলা চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু, রাজ্য সাধারণ সম্পাদক রবিন টুডু, জেলা সহ সভাপতি দুর্গেশ মল্লদেব, প্রসূন ষড়ঙ্গী, শহর তৃণমূলের সভাপতি নবু গোয়ালা, জেলা সাধারণ সম্পাদক অজিত মাহাতো প্রমুখ।
মন্ত্রী বিরবাহা হাঁসদাও অবস্থান বিক্ষোভ মঞ্চ কিছুক্ষণ ছিলেন। জেলার ৮টি ব্লকেই এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়েছে।