Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

ঝাড়গ্রামের জাতীয় শিক্ষক রাধাশ্যাম বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রামের জাতীয় শিক্ষক রাধাশ্যাম বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন

ঝাড়গ্রামের বিশিষ্ট শিক্ষাব্রতী জাতীয় শিক্ষক প্রয়াত রাধাশ্যাম বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালিত হল কুমুদকুমারী ইনস্টিটিউশনে।

শতবর্ষের ঐতিহ্যবাহী এই স্কুলে সুদীর্ঘ ৩৮ বছর (১৯২৫ থেকে ১৯৬৩) প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন তিনি।

রবিবার রাধাশ্যামবাবুর জন্মদিন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে তাঁর আবক্ষ মূর্তির পাদদেশে জন্মজয়ন্তী অনুষ্ঠান হয়। তিনি জাতীয় শিক্ষকের সম্মানও পেয়েছিলেন। এদিন রাধাশ্যামের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানান স্কুলের সভাপতি শিবেন্দ্রবিজয় মল্লদেব, প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত, সহকারি প্রধান শিক্ষক নিরঞ্জন মান্না, সহ শিক্ষক অরূপশঙ্কর নন্দী, দেবসাধন মণ্ডল, লক্ষ্মণ হেমব্রম, সুভাষ সরেন, রজত সামন্ত, তপনকুমার পাত্র, ব্রজেশ্বর বড়াল, অবসরপ্রাপ্ত দুই শিক্ষক কিঙ্করকুমার ঘোষ ও নারায়ণচন্দ্র পাল প্রমুখ। ছিলেন সমস্ত শিক্ষাকর্মীরাও। ১৯২৪ সালে স্কুলটি চালু হয়।

আরও পড়ুন ::

Back to top button