Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

মিনিট কুড়ির মুষল ধারায় বৃষ্টিতে ভাসল ঝাড়গ্রাম শহর

স্বপ্নীল মজুমদার

মিনিট কুড়ির মুষল ধারায় বৃষ্টিতে ভাসল ঝাড়গ্রাম শহর

বৃহস্পতিবার বিকেলে আচমকা মুষল ধারায় বৃষ্টি হল ঝাড়গ্রাম শহরে। প্রায় পনেরো-কুড়ি মিনিটের নাগাড়ে বর্ষণে ঝাড়গ্রাম শহরের মেন রোডের বিভিন্ন এলাকা জলে ভাসল।

স্কুল ফেরত ছাত্রছাত্রীরা হেঁটে ও সাইকেলে বাড়ি ফেরার সময় নাজেহাল হল। শহরের পাঁচ মাথা মোড়, আরবিএম মোড়, কলেজ মোড়ের মত এলাকাগুলিতে স্রোতের মত জল বইতে থাকে।

শহরের নিকাশির অবস্থা বেহাল। রাস্তাঘাটও ভাঙাচোরা ফলে, ভারী বৃষ্টি হলেই রাস্তা জলে ডুবে যায়। শুধু মেন রোডই নয়, শহরের অন্যান্য রাস্তাগুলিতেও জল জমে যায়। বৃষ্টি হলেই এমন দুর্ভোগে পড়েন শহরবাসী। সমস্যা মেটাতে কবে কবে পৌরসভা উদ্যোগী সেই অপেক্ষায় রয়েছেন শহরবাসী।

ঝাড়গ্রাম একটি পর্যটন শহরও। আর কিছুদিন পরই পুজোর ছুটির মরসুমে পর্যটকদের ঢল নামবে। হতশ্রী শহরের নিকাশি সংস্কার ও বেহাল পথ মেরামত না হলে পর্যটকরাও সমস্যায় পড়তে পারেবন বলে আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

এদিন বৃষ্টির ফলে সরকারি গার্লস স্কুল আরবিএমে জল ঢুকে যায়। স্কুলের অফিস ঘর, স্টাফ রুম ও একতলার ক্লাস রুম গুলি জলমগ্ন হয়ে যায়। নিকাশির বেহাল অবস্থার জন্য ভারী বৃষ্টি হলেই এই সমস্যা হয়।

আরও পড়ুন ::

Back to top button