সাহিত্য সভায় স্বরচিত কবিতা শোনালেন ঝাড়গ্রামের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি
সাহিত্যের আড্ডায় স্বরচিত ওড়িয়া কবিতা শোনালেন ঝাড়গ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি চিন্ময়ী মারান্ডি। রবিবার সাহিত্যের আড্ডার ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ উপলক্ষে এক সভার আয়োজন করা হয় ঝাড়গ্রামের অরণ্যসুন্দরী মহাসঙ্ঘের সভাঘরে।
সেখানে পত্রিকা প্রকাশের পর বিভিন্ন কবি ও সাহিত্যিকরা তাঁদের কবিতা ও রচনা পাঠ করেন। ওড়িশার বাহানাগায় রেল দুর্ঘটনা নিয়ে লেখা একটি কবিতা শোনান সভাধিপতি। প্রসঙ্গত চিন্ময়ী মারান্ডি সাঁওতালি কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিত।
ঝাড়গ্রামের বাসিন্দা চিন্ময়ীর জন্মস্থান ওড়িশার রায়রংপুরে। তাই তিনি ওড়িয়া ভাষাতেও পারদর্শী। এদিন ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার অনেক কবি-সাহিত্যিক সভায় এসেছিলেন।
ছিলেন সাহিত্যের আড্ডার সম্পাদক বংশী প্রতিহার, অধ্যাপক ক্ষিতীশ মাহাতো, লেখক গবেষক মধুপ দে, সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী মাহাতো, সাহিত্যিক ও শিক্ষাব্রতী অমৃতকুমার নন্দী, কবি স্বপন মল্লিক, সুকমল বসু, শিখা মল্লিক প্রমুখ।