সুবর্ণরেখা নদীতে তলিয়ে যাওয়া দুই স্কুল পড়ুয়া কিশোরের দেহ উদ্ধার হল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রামে।
মৃতরা হল আকাশ ঘোড়াই (১৫) ও প্রদীপ ঘোড়াই (১৪)। তাদের বাড়ি বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রামের একই পাড়ায়। আকাশ চোরচিতা চৌরেশ্বর হাইস্কুলের দশম এবং প্রদীপ নবম শ্রেণীর ছাত্র ছিল।
রবিবার দুপুরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দু’জনে। এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় নদী থেকে দেহ দু’টি উদ্ধার হয়। রবিবার বিকেলে বিপর্যয় মোকাবিলা দল ও ডুবুরি সেখানে পৌঁছিয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যন্ত্রাংশ বিকল থাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ শুরু করতে পারেনি। এরফলে রাত পর্যন্ত ওই দুই নাবালকের কোনও সন্ধান মেলেনি।
এরপর সোমবার সকালে ওই এলাকার বাসিন্দারা তল্লাশি শুরু করেন। তখন ওই দুই বন্ধুর দেহ উদ্ধার হয়।
অভিযোগ, ওই এলাকায় নদীতে বেআইনি ভাবে বালি তোলার জন্য বড় বড় গর্ত তৈরি হয়েছে। একইসঙ্গে বর্ষায় জলের পরিমাণ বেড়ে যাওয়ায় তলিয়ে যায় দুই নাবালক।
বাসিন্দাদের অভিযোগ, আগেও এই এলাকায় নদীতে তলিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।