গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে নয়াগ্রাম ব্লকের ভালুকগাজড়ী প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্ত নিল ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
সোমবার ভালুকগাজড়ী প্রাথমিক বিদ্যালয় বাঁচাও কমিটির ডাকে ওই গ্রামের শতাধিক বাসিন্দা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয়ের সামনে অবস্থান করেন। পরে বিদ্যালয় বাঁচাও কমিটির সভাপতি নীলকান্ত মাহাতোর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতার সঙ্গে দেখা করেন।
সূত্রের খবর, আগামী ৪ সেপ্টেম্বর এক জন শিক্ষক নিয়োগ করে স্কুলটি চালু করার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। ২০১৭ সালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম-১ চক্রে ভালুকগাজড়ী প্রাথমিক বিদ্যালয়টি চালু করা হয়েছিল। একমাত্র শিক্ষিকা বদলি হয়ে যাওয়ায় স্কুলটি পড়ুয়া শূন্য হয়ে যায়।
প্রায় দু’বছর স্কুল বন্ধ থাকায় পড়ুয়ারা দূরের স্কুলে যেতে বাধ্য হচ্ছে। এই প্রসঙ্গে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক সমীর বেরা বলেন, রাজ্য সরকার কেন্দ্রের শিক্ষনীতি মেনে ৮২০০টি প্রাথমিক বিদ্যালয় তুলে দেওয়ার জন্য তালিকা তৈরি করেছে।
এর সঙ্গে শিক্ষক বদলিতে বিপুল দুর্নীতি প্রাথমিক শিক্ষার সলিল সমাধি ঘটাচ্ছে।