অকাল প্রয়াত হলেন ঝাড়গ্রামের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বিশ্বজিৎ বণিক ওরফে কানু (৩৮)।
গুরুতর অসুস্থ হয়ে সপ্তাহখানেক ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।
ডায়াবিটিসে আক্রান্ত ছিলেন বিশ্বজিৎ। করোনার দ্বিতীয় ডোজ় নেওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েন।
ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির অঙ্কন, হস্তশিল্প ও নৃত্যের প্রশিক্ষক ছিলেন। নিজে ছিলেন একজন নৃত্যশিল্পী ও পুতুল নাচের সঞ্চালক।
ঝাড়গ্রামের মূক ও বধির ছাত্রছাত্রীদের ‘সেবায়তন কল্যাণ কেন্দ্রে’র অঙ্কন, হস্তশিল্প ও নৃত্যের শিক্ষকও ছিলেন বিশ্বজিৎ।