শুক্রবার থেকে ঝাড়গ্রাম জেলায় শুরু হল সপ্তম পর্যায়ের ‘দুয়ারে সরকার’ শিবির। ঝাড়গ্রামের জেলাশাসাক সুনীল আগরওয়াল জানান, জেলায় এবার ‘দুয়ারে সরকার’ শিবিরের সংখ্যা বাড়ানো হয়েছে।
গতবার ষষ্ঠ পর্যায়ে জেলায় ১৪০৩ টি ‘দুয়ারে সরকার’ শিবির হয়েছিল। এবার ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ২১৯৬টি শিবির হবে। এর মধ্যে ৪০৯টি ভ্রাম্যমান শিবির হবে। এদিন সূচনা দিনে জেলার ৮টি ব্লকে ২৪৮টি শিবির হয়েছে। ঝাড়গ্রাম শহরে দু’টি শিবির হয়েছে।
এদিন ডিএম অফিস প্রাঙ্গণ থেকে দুয়ারে সরকারের একটি এলইডি স্ক্রিন সহ প্রচার গাড়ির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সবুজ পতাকা নেড়ে প্রচার গাড়িটির যাত্রা শুরু করান জেলাশাসক সুনীল আগরওয়াল, অতিরিক্ত জেলাশাসক (ভূমিসংস্কার) ধীমান বাড়ৈ, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ চক্রবর্তী এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সন্তু বিশ্বাস।
সন্তুবাবু জানান, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রচার গাড়িটি জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দুয়ারে সরকার শিবির ও ৩৫ টি প্রকল্পের বিষয়ে প্রচার করবে।