জি-২০ সম্মেলনে (G-20 Summit) যোগ দিতে ভারতে এসেছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকেই সাতসকালে মন্দিরে হাজির হলেন ঋষি সুনক। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি। প্রায় এক ঘণ্টা মন্দিরে ছিলেন তাঁরা।
প্রসঙ্গত , শুক্রবারই ঋষি সুনক জানিয়েছিলেন, তিনি রাখীবন্ধন উৎসব পালন করতে পারলেও কৃষ্ণ জন্মাষ্টমী পালনের সুযোগ পাননি। ভারতে যখন এসেছেন, তখন কোনও মন্দির দর্শন করেই জন্মাষ্টমী পালন না করতে পারার দুঃখটা পূরণ করে নেবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ঋষি সুনকের প্রথম ভারত সফর।
রবিবার সকালেই সস্ত্রীক ব্রিটেনের প্রধানমন্ত্রী দিল্লির অক্ষরধাম মন্দিরে (Akshardham Temple) যান পুজো দিতে। সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন তাঁরা। মন্দিরে পৌঁছেই পুজো দেন ব্রিটেনের ‘পাওয়ার কাপল’।
শুক্রবার জি-২০ সম্মেলনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন ঋষি সুনক। বৈঠক শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীকে তিনি শ্রদ্ধা করেন। জি-২০ সম্মেলনকে সফল করতে সমর্থন করবেন তিনি।
G 20 in India | United Kingdom Prime Minister Rishi Sunak and his wife Akshata Murthy at Delhi’s Akshardham temple.
(Source: Swaminarayan Akshardham’s Twitter) pic.twitter.com/I8dwecv7pk
— ANI (@ANI) September 10, 2023