জি-২০-র সভাপতিত্বে ইতিহাস গড়ল ভারত, সর্বসম্মতিতে গৃহীত দিল্লি ঘোষণাপত্র
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
জি-২০-র সভাপতিত্বে ইতিহাস গড়ল ভারত (India)। সর্বসম্মতিতে গৃহীত হল দিল্লি ঘোষণাপত্র (Delhi Declaration)। একদিকে যেমন সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক পারস্পরিক বিশ্বাসের অভাব পূরণের লক্ষ্যে ডাক দেন ।
১. জি-২০ সম্মেলনেও প্রধানমন্ত্রী মোদীর মুখে সবকা সাথ, সবকা বিকাশের বার্তা। বিশ্ব জুড়ে তৈরি হওয়া বিশ্বাসের সঙ্কট কাটাতে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, এমনই বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২. জি-২০ সম্মেলনের প্রথম দিনে সর্বসম্মতিতে গৃহীত হল দিল্লি ঘোষণাপত্র। চিন ও রাশিয়া এই ঘোষণাপত্রে সম্মতি জানিয়েছে। আন্তর্জাতিক আইন রক্ষা, সীমান্তে অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখা, আন্তর্জাতিক মানবতা আইন রক্ষা এলং শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে বহুপাক্ষিক ব্যবস্থা গ্রহণের ডাক দেওয়া হয়েছে এই ঘোষণাপত্রে।
৩. ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপকে একসঙ্গে জুড়তে রেল ও শিপিং করিডরের চুক্তি সাক্ষরিত হল। এই করিডর স্থায়ী উন্নয়নের দিশা দেখাবে বলেই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকা, ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে গৃহীত হল বড় পদক্ষেপ। ভবিষ্যতে এই করিডর অর্থনৈতিক জোটের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
৪. সম্মেলনের শুরুতেই আফ্রিকান ইউনিয়নকে জি-২০র স্থায়ী সদস্য দেশ হিসাবে ঘোষণা করা হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে আলিঙ্গন করে স্বাগত ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফ্রিকান ইউনিয়নের জি-২০র স্থায়ী সদস্য হওয়াকে ‘মাইলফলক’ বলেই উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফেও।
পরিশোধিত জ্বালানির ব্যবহারের পক্ষে সওয়াল করা হয় জি-২০ সম্মেলনের প্রথম দিনের বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক জৈব-জ্বালানি জোটের (Global Bio-fuel Alliance) কথা ঘোষণা করেন। এই জোট বিভিন্ন উৎস থেকে জৈব জ্বালানি ব্যবহার করো ‘জিরো এমিশনে’র লক্ষ্য পূরণের জন্য কাজ করবে।