এয়ারপোর্টের দিকের পথে মেট্রো রেলের কাজ, কাজের জন্য ৬০ দিন ঘুরপথে যান চলাচল
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
বাইপাসের উপর কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের কাছে পিলার নম্বর ১৬৬ থেকে ১৬৭ এর মধ্যে ৭৬ মিটার লম্বা একটি গার্ডার বসানোর কাজ করা হয়েছে৷ ২৪ সেপ্টেম্বর থেকে এই কাজ শুরু করা হয়েছে৷ সেই কারণেই বাইপাস উত্তরমূখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে৷ রাস্তার এয়ারপোর্টের দিকের পথে এই রাস্তায় কাজ চলবে৷
প্রসঙ্গত , নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সংযুক্তিকরণের কাজ আরও দ্রুত এগোচ্ছে। ইএম বাসপাসের উপর মেট্রো করডিরে গুরুত্বপূর্ণ গার্ডার বসানোর কাজ শুরু করা হয়েছে৷ সেই কারণেই এই কাজের জন্য মোট ৬০ দিন গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে৷
আগামী ৬০ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে৷ প্রতিদিন প্রায় ১০০ জন কর্মী এতে কাজ করবেন৷ কাজের ক্ষেত্রে ১০০ জন থাকবেন৷ তিনটি হেভি ডিউটি ক্রেন কাজ করবে৷ থাকবে চারটি ট্রেলার ও একটি জেসিবি৷ ইতিমধ্যে বিষয়টি নিয়ে অনুমতি দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথিরিটি (কেএমডিএ) , এমনটাই জানা গেছে মেট্রো রেল সূত্রে।