শতাধিক চাকরিপ্রার্থীকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে নর্দান কোলফিল্ডস লিমিটেড
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
মধ্য প্রদেশ এবং উত্তর প্রদেশের নর্দান কোলফিল্ডস লিমিটেডের সাইটে নিয়োগ করা হবে এই আইটিআই অ্যাপ্রেন্টিসদের। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী নিয়োগ করা হবে।
এই পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৬ বছর। অনলাইনে আবেদন করতে হবে। এর পর কোথায় কখন পরীক্ষা নেওয়া হবে, তা বিস্তারিত জানানো হবে।
৫ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। এবং তা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। মোট ১ হাজার ১৪০টি পদে নিয়োগ করা হবে এনসিএলে।
এর মধ্যে উত্তর প্রদেশে ইলেক্ট্রনিক মেকানিক হিসাবে ৫ জন, ইলেক্ট্রিসিয়ান হিসাবে ১৬৫ জন, ফিটার পদে ২৫৯ জন, ওয়েল্ডার হিসাবে ৬৮ জন, মোটর মেকানিক হিসাবে ১০ জন এবং অটো ইলেক্টিসিয়ান হিসাবে ১২ জনকে নিয়োগ করা হবে।
অন্য দিকে মধ্য প্রদেশ এলাকায় ইলেক্ট্রনিক মেকানিক হিসাবে ৮ জন, ইলেক্ট্রিসিয়ান হিসাবে ২০৫ জন, ফিটার পদে ২৮৪ জন, ওয়েল্ডার হিসাবে ৮৭ জন এবং মোটর মেকানিক হিসাবে ৩৭ জনকে নিয়োগ করা হবে।