টেলিভিশন জগতের রিয়েল লাইফ জুটি অঙ্কিতা ও প্রান্তিকের সঙ্গে বেশ ভালই সম্পর্ক সোহিনীর। দিন কয়েক আগেই তাঁর জন্মদিন উপলক্ষে সোহিনীসহ সবাই মিলে গিয়েছিলেন এক মিনি ট্রিপে।
মঙ্গলবার মধ্যরাতে সেই ট্রিপেরই ছবি শেয়ার করতেই বেরিয়ে এল আরও এক খবর। বন্ধুদের ভিড়ে রয়েছেন শোভনও! তাহলে কী প্রেম করছেন শোভন ? তাও আবার টলি কুইন সোহিনী সরকারের সাথে ?
শোভনের টাইমলাইনে সোহিনীর লেখা, একসঙ্গে খুচরো আউটিংয়ের মাঝেই ফাঁস হয়ে গেল এক ছবি। যদিও ওরা মুখে কুলুপ এঁটেছেন। ‘গুড ফ্রেন্ড’ তকমাই কি দেবেন এই সম্পর্ককে? প্রশ্ন হাজারও থাকলেও ওঁরা নিরুত্তর।