বলিউড

ক্যাটরিনাকে খুশি করা কঠিন, কেন এমন বললেন ভিকি?

Katrina Kaif and Vicky Kaushal : ক্যাটরিনাকে খুশি করা কঠিন, কেন এমন বললেন ভিকি? - West Bengal News 24
ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশাল

ক্যাটরিনা কাইফকে ‘মনস্টার’ বলে আখ্যা দিলেন তার স্বামী ও বলি অভিনেতা ভিকি কৌশাল। সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় এমন কথা বলেন তিনি।

এ সময় তাকে প্রশ্ন করা হয় পরিবারের মধ্যে কে বেশি শৃঙ্খল, এমন প্রশ্নে ভিকি উত্তর দিয়েছেন, ‘যখন আমরা দুজনেই বাড়িতে থাকি তখন বেশ মজা করি।

আমাদের কাজের জন্য বাইরে যেতে হয় না। সেসময়টাতে আমরা দুজনেই অলস। এটা সুন্দর। এটা এরকম যে দুই অলস লোকের পার্টির মতো। কিন্তু যদি শৃঙ্খলাবদ্ধের কথা আসে তাহলে ক্যাটরিনা হচ্ছে মনস্টার।’

পরিবারে কাকে খুশি করা বেশ কঠিন, এমন প্রশ্ন রাখা হলে তার উত্তরেও ক্যাটরিনারই নাম নেন ভিকি। তিনি বলেন, ‘হ্যাঁ, যখন কিছু বিষয় পছন্দের কথা আসে তখন সেটা অবশ্যই ক্যাটরিনা। কিন্তু কিছু বিষয়ে সে খুব সিলেক্টিভ যেমন তার খাবারের ক্ষেত্রে, পোশাক পছন্দের ক্ষেত্রে। কখনও কখনও সে জামাকাপড়ের ক্ষেত্রে খুবই অদ্ভুত। আমার অনুমান এটা অবশ্যই সে।’

ভিকি কৌশল আরও বলেন, আমি তার সবকিছু পছন্দ করি এবং আমাকে কিছু সহ্য করতে হয় না।

আরও পড়ুন ::

Back to top button