অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর স্পেশাল কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ
স্বপ্নীল মজুমদার
অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর ‘স্পেশাল কভার’ প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। বুধবার ঝাড়গ্রাম ব্লকের গড়শালবনি এলাকার একটি রিসর্টে পণ্ডিত রঘুনাথ মুর্মুর স্পেশাল কভার প্রকাশ করেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, পোস্টমাস্টার জেনারেল (সাউথবেঙ্গল পোস্টাল রিজিয়ন) শশীশালিনী কুজুর ও মেদিনীপুর ডিভিশনের ডাকঘর সমূহের সিনিয়র সুপার অসিতকুমার মহান্তি।
কুনার বলছেন, ‘‘জঙ্গলমহল আদিবাসী অধ্যুষিত এলাকা। তার মধ্যে সাঁওতালরা এখানকার মুখ্য অধিবাসী। পণ্ডিত রঘুনাথ মুর্মু ১৯২৫ সালে সাঁওতালি ভাষার অলচিকি লিপি তৈরি করেছিলেন। সাঁওতালি ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত হয়েছে। সাঁওতালি ভাষায় শিক্ষাবিস্তারেও অলচিকি লিপি মুখ্য ভূমিকা নিয়েছে। এই জন্য পণ্ডিত রঘুনাথ মুর্মুকে স্মরণ করে ডাক বিভাগের সহযোগিতায় স্পেশাল কভার প্রকাশ করা হল। এজন্য ডাক বিভাগকে ধন্যবাদ।’’
পোস্টমাস্টার জেনারেল (সাউথবেঙ্গল পোস্টাল রিজিয়ন) শশীশালিনী কুজুর বলেন, ‘‘ডাক বিভাগের এই স্পেশাল কভারের জন্য স্পনসর করেছেন সাংসদ। পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি, তাঁর সম্পর্কে প্রচার ও প্রসারের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’’
ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম প্রধান ডাকঘর, মেদিনীপুর প্রধান ডাকঘর, দুর্গাপুর প্রধান ডাকঘর, কলকাতা জিপিও থেকে এই স্পেশাল কভার কেনা যাবে। পাঁচ টাকার স্ট্যাপ সহ বিশেষ কভারের দাম ২৫টাকা। স্ট্যাম্প ছাড়া বিশেষ কভারটির দাম কুড়ি টাকা। এই স্পেশাল কভার সারা দেশে ব্যবহার করা যাবে। বিদেশেও পাঠানো যাবে।