লাইনচ্যুত নর্থ -ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের ২১টি কামরা, আহত প্রায় ১০০, মৃত ৪
বিহারের বক্সা জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল ডাউন নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের একাধিক কোচ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে অসমের কামাখ্যার দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনার জেরে কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। বক্সার পুলিশ সুপার জানিয়েছেন, একজনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে জানা গেছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। যদিও ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, আপাতত কোনও হতাহতের খবর মেলেনি। এরই মধ্যে রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
দানাপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জয়ন্তকুমার চৌধুরী জানিয়েছেন, ট্রেনটি ১ ঘণ্টা ৪০ মিনিট লেটে চলছিল। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। কী কারণে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজ ও পরিষেবা স্বাভাবিক করার ওপর জোর দিচ্ছে রেল।
পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের শীর্ষ কর্তারা।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সূত্রে জানা গেছে, দুর্ঘটনার জেরে বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট ও আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে নয়াদিল্লি-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। কয়েকটি ট্রেন অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন।
সংবাদসংস্থা এএনআইয়ের সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানান , ‘বক্সার এবং আরার জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি আমি। আহতদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে বলেছি। যত দ্রুত সম্ভবত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছি।’
এই দুর্ঘটনার কারণে রেলের তরফে জারি করা হেল্পলাইন গুলি হল:
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের হেল্পলাইন নম্বর: 8081206628 ও 8081212134।
গয়া জংশনের হেল্পলাইন নম্বর: 9771427494 ও 7518401045।
হেল্পলাইন নম্বর: পাটনা জংশন – 9771449971, দানাপুর – 8905697493, আরা জংশন- 8905697493, চণ্ডাওয়াল স্টেশন – 7759070004।
পূর্ব-মধ্য রেলওয়ে জোনের তরফে জানানো হয়েছে, মেডিক্যাল টিম ও আধিকারিকদের নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে বিশেষ ট্রেন। আপাতত কোনও হতাহতের খবর মেলেনি। অপরদিকে, আরেক সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, রেলের কর্তারা জানিয়েছেন যে ডাউন নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের পাঁচটি কোচ লাইনচ্যুত হয়েছে।
উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আনন্দ বিহার টার্মিনাল থেকে কামাখ্যা যাওয়ার পথে আজ বুধবার রাত ৯ টা ৩৫ মিনিট নাগাদ দানাপুর ডিভিশনের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের কয়েকটি কামরা।
উল্লেখ্য, দিল্লির আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা জংশনের মধ্যে চলাচল করে ১২৫০৬ নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। যাত্রাপথের একটা অংশ পশ্চিমবঙ্গের ওপর দিয়েও যায়। পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড ও নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে অসমের কামাখ্যায় যায় এই ট্রেনটি।