কলকাতা

শহরে ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনাল্ডিনহো – যোগ দেবেন সুজিত বসুর শ্রীভূমিতে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শহরে ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনাল্ডিনহো - যোগ দেবেন সুজিত বসুর শ্রীভূমিতে

দেবী পক্ষের শুরুতেই শহরে পা রাখলেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো। ফুটবলের ম্যাজিশিয়ান রবিবার সন্ধেয় কলকাতায় এসে পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।

ব্রাজিলের মহাতারকার ঝটিকা সফর। থাকবেন ২ দিন। তবে এরই মধ্যে একাধিক জায়গায় দেখা যাবে তাঁকে। দুপুর বারোটা নাগাদ রোনাল্ডিনহো বেরিয়ে পড়বেন মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি পুজো মন্ডপের উদ্দেশ্যে। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের ব্যবস্থাপনায় শহরে এসেছেন রোনাল্ডিনহো।

শ্রীভূমি থেকে বেরিয়ে যাবেন উত্তর কলকাতার আহিরিটোলা যুববৃন্দের পুজা মন্ডপে। ময়দানে মোহন বাগান কর্তা উত্তম সাহার পুজো বলেই পরিচিত আহিরিটোলা যুববৃন্দ। নিউটাউনে মার্লিন গ্রুপের অ্যাকাডেমির অনুষ্ঠানে যোগ দেবেন রোনাল্ডিনহো।

আরও পড়ুন ::

Back to top button