কলকাতা

পুজো উদ্বোধন উপলক্ষে সন্তোষ মিত্র স্কোয়ারে ‘শাহী’ সফর, থাকবেন একাধিক বিজেপি নেতৃত্ব

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Santosh Mitra Square 2023 Opening : পুজো উদ্বোধন উপলক্ষে সন্তোষ মিত্র স্কোয়ারে ‘শাহী’ সফর, থাকবেন একাধিক বিজেপি নেতৃত্ব - West Bengal News 24

বিজেপি নেতা তথা কাউন্সিলার সজল ঘোষের রাম মন্দির উদ্বোধনে শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৮৮ বছরের সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির এবারের ভাবনায় উঠে এসেছে ভারতবর্ষের রাম মন্দির।

বিকেল চারটেয় হবে উদ্বোধনী অনুষ্ঠান। পুজো উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহর সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব।

চরম গোষ্ঠী কোন্দলের মধ্যে কলকাতায় অমিত শাহ। যিনি কয়েক মাস আগেই ঠিক করে দিয়ে গেছেন, বাংলায় লোকসভা ভোটের টার্গেট। বলেছিলেন,’লোকসভায় ৩৫ টা আসন দিন বাংলা থেকে, তৃণমূল ফুস…. ।’

যিনি টার্গেট বেঁধে দিয়েছেন, তাঁর সফরের আগেই বিজেপিতে তুলকালাম। রবিবার সল্টলেকে বৈঠকে বসেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। ছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় পদাধিকারীও। তাঁরা কোন্দলের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

আরও পড়ুন ::

Back to top button