আন্তর্জাতিক

হামাসের একের পর এক ঘাঁটি লক্ষ্য করে ক্রমাগত বোমা নিক্ষেপ, মরিয়া ইসরায়েল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হামাসের একের পর এক ঘাঁটি লক্ষ্য করে ক্রমাগত বোমা নিক্ষেপ, মরিয়া ইসরায়েল

হামাসের একের পর এক ঘাটি লক্ষ্য করে ক্রমাগত বোমা নিক্ষেপ , মরিয়া ইসরায়েল। আইডিএফ-র দাবি প্রচুর সাধারণ মানুষকে হত্যা করা হয় এবং অনেকজনকে বন্দি করা হয়। এই অপারেশন চালানোর দায়িত্বে ছিল হামাস শীর্ষ নেতা বিলাল আল কেদ্রা।

৬ তারিখের হামলায় ইজরায়েলের সীমান্তবর্তী গ্রামাঞ্চল এবং জনপদ গুলিতে তাণ্ডব চালায় হামাস জঙ্গিরা। হামাসের গোপন ডেরায় বিমান হামলা চালানো হয়েছে। সেই হামলাতেই নিহত হয়েছে বিলাল। এর আগেও হামাসের বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি নেতার মৃত্যুর দাবি করেছে ইজরায়েল। ইজরায়েলে সড়ক, জলপথের পাশাপাশি প্যারাসুটে করে আকাশপথেও হামলা চালায় হামাস। আকাশপথে জঙ্গিদের হামলা চালানোর নেপথ্যে যে নেতা ছিল, তারও মৃত্যুর দাবি করেছে ইজরায়েল।

অন্যদিকে, ইজরায়েল বনাম হামাস যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় জল পরিষেবা বন্ধ করে দিয়েছিল ইজরায়েল। বিষয়টি নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপর ইজরায়েল দক্ষিণ গাজায় জল পরিষেবা ফিরিয়ে আনার বিষয়ে সবুজ সংকেত দেয়।

আরও পড়ুন ::

Back to top button