রাজ্য

রাজভবনের তরফে প্রকাশিত দুর্গারত্ন পুরস্কার – সম্মানিত ৪ টি কমিটি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজভবনের তরফে প্রকাশিত দুর্গারত্ন পুরস্কার - সম্মানিত ৪ টি কমিটি

সবচেয়ে অসামান্য দুর্গা প্যান্ডেলকে স্বীকৃতি দেওয়ার জন্য এই পুরস্কার ঘোষিত হয়। জনগণের পছন্দের ভিত্তিতে রাজ্যের চারটি মণ্ডপকে সেরার শিরোপা দেওয়া হল এই বছর। পুরস্কারের জন্য মতামত জনসাধারণের কাছ থেকে চাওয়া হয়েছিল, যারা রাজভবনের মনোনীত ই-মেলে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। পুরষ্কারটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পনসর করেছে এই বছর।

টালা প্রত্যয় দুর্গা মণ্ডপ (আলো ও ছায়ার সৃজনশীল ব্যবহার)।

কল্যাণী আইটিআই মণ্ডপ (দৃষ্টি সুখ)।

বন্ধুদল স্পোর্টিং ক্লাব, বরানগর (পরিবেশ সচেতনতা)।

নেতাজি কলোনি (নিচু জমি) মণ্ডপ (উদ্ভাবনী থিম)।

নগদ ৫ লাখ টাকা পুরস্কার মূল্য (চার বিজয়ী ক্লাব ভাগ করে নেবে) দেওয়া হবে। পুরস্কারের পাশাপাশি বিজয়ী পুজো কমিটি গুলিকে একটি সম্মাননা পত্র ও একটি ফলকও দেওয়া হবে।

দুর্গা পুজোকে কেন্দ্র করে প্রতি বছর শিল্প, ভাবনা, মণ্ডপ সজ্জা, প্রতিমা সহ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত পুরস্কার দেওয়া হয় ক্লাব ও পুজো কমিটি গুলিকে সেগুলির মধ্যে অন্যতম সেরা পুরস্কার বাংলার রাজ্যপালের দ্বারা প্রতিষ্ঠিত দুর্গারত্ন পুরষ্কার।

আরও পড়ুন ::

Back to top button