টলিউড

অন্তঃসত্বা শুভশ্রী – করলেন বরণ, স্ত্রীকে আগলে রাখলেন স্বামী রাজ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Subhashree Ganguly & Raj Chakrabarty : অন্তঃসত্বা শুভশ্রী – করলেন বরণ, স্ত্রীকে আগলে রাখলেন স্বামী রাজ - West Bengal News 24

আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হয়তো সামনের মাসেই ‘গুড নিউজ’ দেবেন এই তারকা দম্পতি। তাই এই পুজোতে খুবই সাবধানে থাকতে হচ্ছে রাজ-শুভশ্রীকে। সন্তান সম্ভবা হওয়ায় এবার তাঁদের ইএম বাইপাসের আবাসনের অ্যাপার্টমেন্ট থেকে একবারের জন্যেও বাইরে বের হননি শুভশ্রী।

ছবি শেয়ার করে রাজ লিখেছেন, “শুভ বিজয়া”। লাল পাড় সাদা শাড়িতে দেখা যায় শুভশ্রীকে। রাজের পরনে সাদা পাজামা-পঞ্জাবী। ছোট্ট ইউভানকেও দেখা যায় সাবেকি পঞ্জাবীতেই। রাজের পোস্টের নীচে নেটিজ়েনরা পাল্টা শুভ বিজয়া জানিয়েছেন তাঁকে, “ঢাকের কাঠিতে বিদায় সুর, উদাস করে মন, চললেন মা মহামায়া, আজকে বিসর্জন..শুভ বিজয়া..!!”

বিলাসবহুল আবাসনে প্রত্যেক বছর ঘটা করে পালিত হয় দুর্গাপুজো। তাই সন্তান ইউভান এবং স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে সেখানেই দুর্গাপূজো পালন করেছেন শুভশ্রী। দশমীও তাঁদের কেটেছে সেই আবাসনেই। প্রতিবছর শুভশ্রী তাঁর শ্বশুর বাড়ি হালিশহরে যান। এক দু’দিন সেখানেই থাকেন। তিনি যান বর্ধমানে বাবার বাড়িতেও। সময় কাটিয়ে আসেন গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে। এবার সেসব কিছুই হয়নি। কেননা, তিনি অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন ::

Back to top button